কলকাতা ব্যুরো: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এ গঙ্গার ভাঙন ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত দিন দশেক কিছুটা শান্ত থাকার পর পর ফের ভাঙ্গন শুরু হয়েছে গঙ্গার তীরবর্তী এলাকাগুলিতে। ফলে ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে শ’খানেক বাড়ি। এখন তলিয়ে যাওয়ার এই অপেক্ষায় বহু বাড়িঘর।

বহু মানুষ নিজেরাই ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কেউ বা তলিয়ে যাওয়ার আগে পাকা বাড়ি ভেঙে বের করে নিচ্ছেন ইট, কাঠ সহ অন্যান্য সরঞ্জাম। কারণ যেভাবে ভাঙন বাড়ছে তাতে যে কোন মুহূর্তে এই বাড়িগুলো তলিয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা।

গত ২০১৩ সাল থেকে যেভাবে সামশেরগঞ্জ ভাঙ্গন চলছে তাতে এই এলাকার প্রায় লাখ খানেক মানুষ ইতিমধ্যেই অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। কয়েক হাজার হেক্টর চাষের জমি এবং কয়েকশো বাড়িঘর তলিয়ে গিয়েছে। এই অবস্থায় ভাঙ্গন রোধে এবং মানুষের পূনর্বাসনের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে সংগঠন।

Share.
Leave A Reply

Exit mobile version