কলকাতা ব্যুরো: পয়গম্বর বিতর্কের জের। সাসপেন্ড বিজেপি ( BJP ) নেত্রী নূপুর শর্মাকে ( Nupur Sharma ) তলব মুম্বই পুলিসের। আগামী ২৫ জুন মুম্বাইয়ের পাইধনি থানায় হাজিরার নির্দেশ ।সূত্রের খবর, ওইদিন বিজেপি নেত্রীকে তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে জিজ্ঞাসাবাদ করা হবে।একইসঙ্গে রেকর্ড করা হবে তাঁর বয়ান। ইতিমধ্যেই রাজা একাডেমির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিস নূপুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

সম্প্রতি মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে নেত্রীকে। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিরোধীরা। নুপুর শর্মার গ্রেফতারি দাবি করেছেন ওয়েইসি। নুপুর শর্মাকে প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে। তারপরেই বিজেপি নেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও।

সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম (Muslim ) ধর্মের গুরুকে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নূপুর শর্মা। যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এই ঘটনায় একাধিক মুসলিম রাষ্ট্র ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছে। দেশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। ভারতীয় দন্ডবিধির ২৯৫ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। ১৫৩ এ শত্রুতা প্রচার করার মতো একধিক এফআইআর দায়ের করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version