কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত রহস্য মৃত্যুর তদন্তে নেমে এখন বলিউডে মাদক যোগের সূত্র পেতে মরিয়া নারকটিকস কন্ট্রোল ব্যুরো। মুম্বাই থেকে গোয়া চষে ফেলে গত তিন দিনে আরো ছ’ন কে গ্রেপ্তার করেছে এনসিবি। এই ধৃতরা একদিকে মুম্বাই ও মহারাষ্ট্রে মাদক পাচারকারের সঙ্গে যুক্ত বলে দাবি এনসিবির। অন্যদিকে বলিউডে মাদক সরবরাহের ক্ষেত্রে এদের কয়েকজনের যুক্ত থাকার বেশকিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলেও দাবি।

ইতিমধ্যে রেহা চক্রবর্তীর মোবাইলের সূত্রে পাওয়া তথ্য ধরে এখনো পর্যন্ত নারকটিকস কন্ট্রোল ব্যুরো দশজনকে গ্রেপ্তার করেছিল। সেই তালিকায় অভিযুক্ত অভিনেত্রী ও তার ভাই ছাড়াও সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার, কর্মী সহ আরো কয়েকজন পাচারকারী রয়েছে। বিশেষ আদালত ইতিমধ্যে জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় এখন তারা জেল হেফাজতে।

Share.
Leave A Reply

Exit mobile version