কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমার জন্য কাশ্মীর উপত্যকার ৬ টি মুঘল গার্ডেনকে সাজানোর কাজ শুরু করা হয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা একটি নির্দেশিকা জারি করে সেগুলি ঢেলে সাজানোর কাজ শুরুর নির্দেশ দেন। এর ফলে কাশ্মীরের পর্যটন আকর্ষণ বাড়বে বলে মনে করা হচ্ছে।

মোটের ওপর মুঘল সাম্রাজ্যের সময়ে তৈরি মুঘল গার্ডেনগুলির শিল্পরীতিতে পারস্যের বিশেষ অবদান রযেছে। পরবর্তীকালেও যে মুঘল গার্ডেনগুলি তৈরি করা হয়েছে, তাও গড়ে উঠেছে ওই শিল্প রীতি মেনেই। জানা গিয়েছে, হেরিটেজ তকমা পেতে সেগুলির বাগান, ফোয়ারা, সরোবরগুলির উন্নয়নের কাজ চলছে জোরকদমে।

Share.
Leave A Reply

Exit mobile version