কলকাতা ব্যুরো: করোনা মোকাবিলায় দুই বছরের জন্য সাংসদদের এলাকা উন্নয়ন তহবিলের টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বছরে যার পরিমান সাংসদ পিছু ৫ কোটি টাকা। কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। যদিও শুক্রবারই রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে ওই বিল।

যতই চিৎকার-চেঁচামেচি হোক না কেন, এ বিষয়ে সাংসদদের পারফরম্যান্স কিন্তু পাতে দেবার মতো নয়। লোকসভার ৫৪২ জন সাংসদের মধ্যে ২৯৮ জন সাংসদই বছরে ৫ কোটি টাকার মধ্যে ৫ টাকাও খরচ করতে পারেননি। ৫০৮ জন সাংসদ (৯৩.৫%) সাংসদ তাদের জন্য বছরে বরাদ্দ টাকা খরচ করতে পারেননি গত ৫ বছরে। কেবলমাত্র ৩৫ জন সাংসদ নির্দিষ্ট পুরো টাকা খরচ করতে পেরেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version