মৈনাক শর্মা
করোনার প্রকোপে দীর্ঘমেয়াদি ঘর বন্ধি ভ্রমন প্রিয় বাঙ্গালী। তবে এই বার সুযোগ পেলেই বেরিয়ে আসতে পারেন সমুদ্রের নিচে থাকা হিমশৈলের দেশে। ঠিক হিমালয়ের পাদদেশে থাকা সিমলা মানালিরর মতো। স্বপ্ন নয়, বাস্তবে তা সম্ভব, এমনই এক রহস্যজনক সমুদ্রর নিচে পর্বতমালার সন্ধান পাওয়া যায় উত্তর মেরুতে। এমনই তথ্য দাবি করেন ভূবিজ্ঞানীরা।

১৭০০ কিমি লম্বা ওই পর্বত শ্রেণীকে সাধারণ মানচিত্রে দেখা সম্ভব নয়। পর্বতমালার নাম লমনসভ রেঞ্জ। অবস্থান রয়েছে ডেনমার্ক, রাশিয়া ও কানাডার মধ্য প্রান্তে। হিমালয়ের মতনই রয়েছে সর্বচ্চ শৃঙ্গ, যার উচ্চতা সমুদ্র তল থেকে ৩.৪ কিমি (২.১মাইল)।

১৯৪৮ সালের সোভিয়েত ইউনিয়নের গবেষকদের খোঁজ করা ওই পর্বতমালা তিন দেশের মধ্যে কার দখলে, এই সিদ্ধান্তে এখনো আশা যায়নি। তিন সার্বভৌম দেশেরই আলাদা যুক্তি সহ দাবি রয়েছে ওই পর্বত শ্রেণীর উপর। ডেনমার্কের মতে, ওই পর্বতমালা গ্রীনল্যান্ড অন্তর্গত, আবার রাশিয়ার মত অনুসারে এটি সাইবেরিয়ার। অন্য দিকে পর্বত শ্রেণীটি নুনাভূতের, দাবি কানাডার।

২০০৮ সালে সংযুক্ত রাষ্ট্রের হস্তক্ষেপে ৩ দেশের মধ্যে বিবাদ নিস্পতির চেষ্টা করা হলেও, তা সফল হয়নি। তবে প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ ওই পর্বতমালা ভবিষ্যতে আকর্ষণ কেন্দ্র হবে পর্যটকদের। অর্থাৎ আপাতত থাকছে ক্ষণিকের অপেক্ষা।

Share.
Leave A Reply

Exit mobile version