কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষার বৃষ্টি চলবে প্রায় গোটা দেশজুড়ে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার এই স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট।

এখনো পর্যন্ত জুন মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। জুলাইয়ে সামান্য কম হলেও, সেপ্টেম্বরে তা পুষিয়ে দিয়েছে বর্ষা। এর ফলে এবার চাষ তুলনায় ভালো হবে বলে মনে করছে কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রক। যদিও সেই ফলন কতটা অর্থনীতির ওপর প্রভাব ফেলবে, সে ব্যাপারে অবশ্য খুব একটা দিক নির্দেশ করেনি কেন্দ্রীয় মন্ত্রক।

তবে সবটাই আসার কথা নয়, আশঙ্কার কথা জানিয়ে রেখেছে দিল্লির মৌসম ভবন। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বলে ইঙ্গিত রয়েছে আবহাওয়া দপ্তরের কাছে। কিন্তু তা নিয়ে এখনই কোন মন্তব্য করার মত জায়গায় নেই বিজ্ঞানীরা। আবহবিজ্ঞানীরা সেই নিম্নচাপের গতি প্রকৃতির দিকে নজর রাখতে শুরু করেছেন। তবে তারা বলছেন, এখনো পর্যন্ত কেরালা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের সমুদ্র উপকূলে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version