কলকাতা ব্যুরো : এমন কাণ্ড কষ্মিন কলেও কেউ শোনেনি। পুকুরে ঝাঁপ দিলেই টাকা। ৫০০, ১০০, ৫০ ছড়াছড়ি। টাকার গাছ অনেকেই শুনেছেন। তাই বলে টাকার পুকুর! অবিশ্বাস্য হলেও সত্যি। বর্ধমানের মেমারিতে টাকার পুকুরের সন্ধান মিললো।

চারিদিকে হই হই কাণ্ড, রৈ রৈ ব্যাপার। হাঁক ডাক শুরু হয়ে গেলো। এ ডুব দেন তো, ও সাঁতার কাটেন। কেউ পাচ্ছেন ১০০ তো কেউ ৫০০ পুকুর পাড় লোকে লোকারণ্য। ইতিমধ্যে কে আবার রটিয়ে দিলো, ডাকাতদের পুকুর। ভেতরে সোনার ঘড়া আছে। আর দেখে কে? সবাই একবার করে ডুব মারছেন। ঘড়া ভর্তি সোনা যদি পাওয়া যায়! তাও আবার করোনা বাজারে।

ইতিমধ্যে খবর চলে গেছে থানার বড়বাবু হয়ে এক্কেবারে পুলিশ সুপারের কাছে। স্বশরীরে এসে হাজির তিনি। হলে হবে কি? ভিড় সামলাতে হিমসিম। গুজব রটে গেছে, ইতিমধ্যে সোনার বালা আর অলঙ্কার মিলছে পুকুরে। পুলিশ আর দেরি করে কেন? তারাও লোক নামিয়ে দিলো। সত্যিই তো ৫০০, ১০০, ৫০, ১০ সব রকমের নোট আছে।

সব দেখে শুনে এক পুলিশ কর্তা বললেন ,” মজা দেখার জন্য নোট ছড়িয়ে গেছে কেউ। কিন্তু কার যে ছড়াবার মতোএত টাকা এলো কে জানে! যাই হোক মেমারি থানা থেকে ভিড় সরিয়ে এখন সিভিক ভলান্টিয়ের রেখে দেওয়া হয়েছে। পাহারা দিচ্ছেন তারা। তদন্ত চলছে এখন। এতগুলো টাকা বলে কথা।

Share.
Leave A Reply

Exit mobile version