কলকাতা ব্যুরো: প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা রিভিউ বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ দাবি জানালেন। বুধবার বেলা ১১ টা থেকে আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, করোনা মোকাবিলায় টাকার প্রয়োজন। কিন্তু কেন্দ্র জি এস টি বাবদ প্রাপ্য ৮৫০০ কোটি টাকা এখনো রাজ্যকে দেয়নি। সরকার ইতিমধ্যেই চার হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে করোনা মোকাবিলায়। অথচ কেন্দ্র মাত্র এখন পর্যন্ত ১৯৩ কোটি টাকা দিয়েছে রাজ্যকে।
এ দিনের বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেন, বর্তমান করোনা আবহে রাজনৈতিক সভা মিটিং-মিছিল বন্ধ হওয়া দরকার, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই।
এদিন প্রথমে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের মতো নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকা আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী। এরপর ভ্যাকসিন নিয়ে তার দ্বিতীয় বৈঠক করার কথা দেশের সব রাজ্যের সঙ্গে।