কলকাতা ব্যুরো; আসন্ন বিহার নির্বাচনের প্রচারে এক ডজন সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই নির্বাচনে নীতিশ কুমারের দল জেডিইউ-র সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়ছে লড়ছে ভারতীয় জনতা পার্টি। ২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর- তিন দফায় সম্পন্ন হবে বিহার নির্বাচন। ফল ঘোষণা ১০ নভেম্বর। ওই নির্বাচনে বিহারে ১২ টি সভা করবেন মোদী।
মাস কয়েক বাদেই পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরালার বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে বিশেষ করে বাংলার মসনদ দখল গেরুয়া শিবিরের টার্গেট। স্বভাবতই ওই নির্বাচনের আগে বিহার নির্বাচনের ফল প্রভাব ফেলবে বিধানসভার নির্বাচনে। বিহার নির্বাচনও তাই খুবই গুরুত্বপূর্ণ এনডিএ-র কাছে।
বিহার নির্বাচনের প্রচারে এক ডজন সভা মোদীর
কলকাতা ব্যুরো; আসন্ন বিহার নির্বাচনের প্রচারে এক ডজন সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই নির্বাচনে নীতিশ কুমারের দল জেডিইউ-র সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়ছে লড়ছে ভারতীয় জনতা পার্টি। ২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর- তিন দফায় সম্পন্ন হবে বিহার নির্বাচন। ফল ঘোষণা ১০ নভেম্বর। ওই নির্বাচনে বিহারে ১২ টি সভা করবেন মোদী।
মাস কয়েক বাদেই পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরালার বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে বিশেষ করে বাংলার মসনদ দখল গেরুয়া শিবিরের টার্গেট। স্বভাবতই ওই নির্বাচনের আগে বিহার নির্বাচনের ফল প্রভাব ফেলবে বিধানসভার নির্বাচনে। বিহার নির্বাচনও তাই খুবই গুরুত্বপূর্ণ এনডিএ-র কাছে।