কলকাতা ব্যুরো : মালদ্বীপে সি প্লেন খুবই বিখ্যাত। ওখান থেকেই ভারতে আনা হলো সি প্লেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রথমবার ভারতে সি প্লেন পরিষেবার উদ্বোধন করলেন।

আমেদাবাদ থেকে কোভাডিয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত চলবে সি প্লেন। স্পাইস জেটে আজ প্রথমবার কোভাডিয়া থেকে আমেদাবাদ আসেন প্রধানমন্ত্রী। ২২০ কিলোমিটার পথ পাড়ি দিতে এই প্লেন সময় নেয় ৪৫ মিনিট। এখন থেকে দিনে দুবার আমেদাবাদ থেকে কোভাডিয়া পর্যন্ত যাতায়াত করবে এই প্লেন। প্লেনে বিমানকর্মী নিয়ে মোট ১৯ জন যেতে পারবেন। অনলাইনে প্লেনের টিকিট করা যাবে।

সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই প্লেনের ভাড়া ১৫০০ টাকা হবে। অন্য সূত্র অবশ্য জানাচ্ছে ভাড়া প্রায় ৫০০০ এর কাছাকাছি। spiceshuttle.com থেকে এই প্লেনের টিকিট বুক করা যাবে। এই প্লেন ঘন্টায় ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সাধারণ উড়ানের থেকে অনেকটা কম উচ্চতায় ওড়ে এই প্লেন। দু’ঘণ্টা পর থামতে হয়। সি প্লেনে ১৪১৯ লিটার জ্বালানি ভরা যায়।

এই প্লেন একটি বড় জলাশয় থেকে এদিন যাত্রা শুরু করে। সি প্লেনে র যাত্রীদের ওঠানামার জন্যে সেখানে একটি অ্যারোদ্রম চালু করা হয়েছে। আমেদাবাদের সবরমতি নদী থেকে কোভাডিয়ায় সরদার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি যাত্রীদের নিয়ে যাবে এই সি প্লেন। পর্যটনে এই প্লেন একটা বড় ভূমিকা নিতে চলেছে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুব আকর্ষণীয় হতে চলেছে এই বিমান। গুজরাট ছাড়াও এই সি প্লেন চলবে উত্তরাখণ্ড, আন্দামান এবং গুয়াহাটিতে বলে প্রাথমিক খবর।

Share.
Leave A Reply

Exit mobile version