কলকাতা ব্যুরো: মঙ্গলবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এই বাজেট দেশের জনগণের জন্য কতটা মঙ্গলময় হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিভিন্ন বিশিষ্ট মহল। তবে বাজেটে খুশি প্রধানমন্ত্রী। বাজেট নিয়ে বক্তৃতায় তারই প্রতিফলন দেখা গেল। এই বক্তৃতায় নমো অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রশংসাও করেন। তিনি জানিয়েছেন, এই বাজেটে যুব সমাজ ও গরিবদের উপর নজর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, বাজেট পেশের পর থেকে আমরা যা সাড়া পেয়েছি, তাতে জনগণের জন্য কাজের উৎসাহ আমাদের আরও বেড়ে গিয়েছে। তিনি বলেন, এই বাজেট দেশের জনগণের জন্য নতুন আশা ও সুযোগ-সুবিধা নিয়ে এসেছে। এই বাজেটে অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মোদী জানান, প্রতিটি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে। অনেক প্রযুক্তি এসেছে, যেমন-কৃষক ড্রোন, বন্দে ভারত এক্সপ্রেস, ডিজিটাল মুদ্রা, ব্যাঙ্কিং ক্ষেত্রে ডিজিটাল ইউনিট, আর্থিক পরিষেবার রোল আউট, দেশের স্বাস্থ্যের জন্য ডিজিটাল ইকোসিস্টেম। এই সবকিছুতে উপকৃত হবে প্রান্তিক মানুষ, যুবক, দরিদ্র সকলে।

এই বাজেটের গুরুত্বপূর্ণ বিষয় হল গরিবের কল্যাণ। নমো বলেছেন, প্রত্যেক গরিবের কাছে পাকা বাড়ি, নলকূপের জল, শৌচালয়, গ্যাসের সুবিধা- এই সবকিছুর উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। এর পাশাপাশি আধুনিক ইন্টারনেট কানেক্টিভিটির উপর জোর দেওয়া হয়েছে। ভারতের পার্বত্য অঞ্চলে জীবনধারণ সহজ করার জন্য, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, এই সবকিছু মাথায় রেখে তার জন্যও ঘোষণা করা হয়েছে।

মোদী আরও বলেছেন, মা গঙ্গা পরিষ্কার করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি এই বাজেটে কৃষকদের কল্যাণে একটি বড় পদক্ষেপ করা হয়েছে। উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গে নদীর তীরে প্রাকৃতিক চাষাবাদ করার জন্য প্রচার করা হবে। এটি গঙ্গাকে রাসায়নিকমুক্ত করতে সহায়তা করবে। ২.২৫ লক্ষ কোটির বেশি টাকার ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এই টাকা সরাসরি হস্তান্তর করা হবে (কৃষকদের কাছে)। এই বাজেটে কৃষকদের আয় দ্বিগুণ হবে। MSME- গুলির জন্য ক্রেডিট গ্যারান্টি এবং অনেকগুলি নতুন স্কিম ঘোষণা করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version