কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে নারকটিক কন্ট্রোল ব্যুরোর বড় কোন অপারেশনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আজ সকালেই রেহা চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা কে তলব করেছে এনসিবি। এর আগে এদিন ভোর বেলাতেই নারকটিক কন্ট্রোল, চক্রবর্তী এবং মিরান্ডার বাড়িতে তল্লাশি চালায়। তাদের দুজনকেই এনসিবির অফিসে তলব করেছে।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে মিডিয়ার লাগাতার এক্সক্লুসিভ ও ব্রেকিং চক্করে এবার বিজ্ঞপ্তি ইস্যু করতে বাধ্য হলো সিবিআই। এক বিজ্ঞপ্তিতে সিবিআই বলেছে, এই মামলার তদন্ত যে পেশাদারিত্বের সঙ্গে হওয়ার কথা সে ভাবেই তদন্ত করা হচ্ছে। কিন্তু কিছু সংবাদ মাধ্যম অতিরিক্ত উৎসাহে এমন কিছু তথ্য প্রকাশ করছেন যার সঙ্গে বাস্তবের কোন যোগ নেই। ফলে এতে জনমানসে ভুল বার্তা যেতে পারে বলেও মনে করছে সিবিআই।

আবার যেভাবে সংবাদ মাধ্যম একটা বড় অংশ সুশান্ত সিং এর মৃত্যুর সুবিচার চেয়ে লাগাতার প্রচার করছে, সেখানে মুম্বাই পুলিশের বিরুদ্ধে একটা বড় প্রচার চলছে বলে অভিযোগ। এই অভিযোগের ফায়সালা পেতে মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজি এবং মুম্বাই পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনারসহ আট অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা মুম্বাই হাইকোর্ট এ মামলা দায়ের করেছেন। তাদের বক্তব্য, সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনার প্রকৃত তদন্ত হোক। কিন্তু সেই তদন্তের নামে যেভাবে মিডিয়ার একাংশ মুম্বাই পুলিশকে অপদস্থ করার চেষ্টা করছে, তা দুর্ভাগ্যজনক।

যে পুলিশ কর্তারা সুশান্ত সিং রাজপুতের তদন্তে প্রথমদিকে যুক্ত ছিলেন তাদের নাম করে করে এমন কিছু তথ্য সংবাদমাধ্যম প্রচার করছে, যাতে তাদের ব্যক্তিগত অসম্মান হচ্ছে বলে মনে করেন মামলাকারী ওই পুলিশ কর্তারা। তাদের দাবি, সত্য সামনে আসুক। কিন্তু সেজন্য মুম্বাই পুলিশকে যেভাবে অপদস্ত করার চেষ্টা হচ্ছে, তা কিছুতেই বরদাশ্ত করা যাবে না। সম্ভবত সোমবার মামলাটির শুনানি হবে।

Share.
Leave A Reply

Exit mobile version