কলকাতা ব্যুরো: শুক্রবার দুপুরে শুভেন্দু অধিকারী দল ছাড়ার কিছুক্ষণ আগেই দিল্লি পাড়ি দিলেন কোচবিহারের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তার সঙ্গে রয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ অধিকারী। ফলে তিনি আজ সন্ধ্যাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে।
গত কয়েক মাস ধরেই ফেসবুকে তৃণমূলের বিরুদ্ধে বিপ্লব চালিয়ে যাচ্ছেন কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। একদিকে তৃণমূলের সংগঠন চালাতে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দেওয়া এবং তার কোম্পানির কাজকর্মে বিরক্ত পেশাদার রাজনৈতিক মিহির বাবু। একই সঙ্গে দলের তরফে তাকে সম্মান না দেওয়া বা দলের সাংগঠনিক পদে কাউকে বসানোর ক্ষেত্রে তার মতামত না নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করছিলেন মিহির বাবু।
তার দিল্লি যাওয়ার পর আর কারা আছেন দিল্লির বিমান ধরার জন্য সেটা জানা এখন সময়ের অপেক্ষা।