মৈনাক শর্মা
৮৭৫৯৬৮৯১০৮

"Be fearful when others are greedy, be greedy when others are fearful"
          Warren Buffett

রাশিয়া ইউক্রেন বিবদে আবারও নীচের দিকে শেয়ার বাজার। এই মাসে ৯.১ লক্ষ্য কোটির ক্ষতির সম্মুখীন বাজার। প্রত্যাশিত নীচের দিকে যাচ্ছে নিফটি ও সেনসেক্স। কিন্তূ এই কারেকশনই সঠিক সময় ভবিষ্যতের বিনিয়োগ করবার।

মার্কেট নীচের দিকে যাওয়ার পরও নজর কেড়েছে পাঁচটি স্টক। যার প্রথমেই রয়েছে টাটা পাওয়ার। বর্তমান দাম ২২৩। Price per earning রেসিও ৪২। এই বছরের শেষেই যেতে পারে ৭০০ টাকার কাছে।

দ্বিতীয় স্থানে নজর কেড়েছে টাটা মোটরস। ভবিষ্যৎ যখন বিদ্যুৎ চালিত গাড়ি সেই ক্ষেত্রে বর্তমানে বাজার দর ৪৮৩ হলেও এই বছরের শেষেই যেতে পারে ৯০০ টাকায়।

করোনা কালে মুনাফা বেড়েছে ওষুধ কোম্পানিগুলোর। বিশেষ করে পেরাসিতামলের। সেক্ষেত্রে নজর কেড়েছে ফার্মা সেক্টর স্টক laurels ল্যাব, বাজার মূল্য ৫৩৭। এই বছরের শেষেই যেতে পারে ৭০০ কাছে।

শেষ স্থানে নজর কেড়েছে ব্যাঙ্কিং দৈত্য এস বি আই ও পাওয়ার সেক্টর ইন্ডিয়ান এনেরজি এক্সচেঞ্জ যা এই বছরে ই পৌঁছাতে পারে যথাক্রমে ৮০০ ও ৭৫০ এর কাছে।

Share.
Leave A Reply

Exit mobile version