কলকাতা ব্যুরো- ফের নিউ নর্মালের পূর্ববর্তী ‘লাইফে’ ফিরছে কলকাতার লাইফলাইন মেট্রো (Metro)। মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে ফের চালু হচ্ছে টোকেন। আগামী ১৫ মার্চ থেকে চালু হচ্ছে টোকেন। আবার আগের মত টোকেন কেটে মেট্রোয় (Kolkata Metro) চলাচল করতে পারবেন যাত্রীরা। প্রায় সাড়ে ১১ মাস পরে মেট্রোয় টোকেন ফিরতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ মার্চ থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট লাইনে ফের আগের মতোই টোকেন ব্যবহার করে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর মেট্রো চালু হয় মূলত দুটি শর্তে। এক, স্মার্ট কার্ড ও দুই, ই-পাস ব্যবহার করেই শুধুমাত্র যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে করোনা সুরক্ষায় তখনও টোকেন চালুর সিদ্ধান্ত নেয়নি মেট্রো কর্তৃপক্ষ। অবশেষে আরও মাস দুয়েকের মাথায় এবার স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেন (Token) কেটেও যাতায়াত করতে পারবেন।
আগামিকাল বুধবার থেকে উত্তর-দক্ষিণ মেট্রোয় ট্রেনের সংখ্যা ২৪৪ থেকে বাড়িয়ে ২৫২ করা হচ্ছে। সকালে দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন সকাল ৭টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে। একই ভাবে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী এবং দমদম থেকে কবি সুভাষগামী ট্রেনও সকাল ৭টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।