কলকাতা ব্যুরো : সোমবার থেকে মেট্রো চালু হয়েছে শহরে। মেট্রো সফরের জন্য ই-পাস নিয়ে টাইম স্লট বুক করতে হচ্ছে যাত্রীদের। কিন্তু প্রবীণ অনেক নাগরিকই মোবাইল ব্যাবহারে এখনও দক্ষ নন। সেই কথা মাথায় রেখেই প্রবীণদের জন্য ই-পাস ছাড়াই মেট্রো যাত্রার বন্দোবস্ত করলো কর্তৃপক্ষ। তার পরিবর্তে তাদের পরিচয়পত্র দেখতে হবে এবং স্মার্ট কার্ড রাখতে বলে খবর পাওয়া গেছে। প্রবীণদের যাত্রার সময় সকাল ১১.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। পরিচয় পত্রের মধ্যে প্যান, আধার, পাসপোর্ট ইত্যাদির মধ্যে একটি হলেই চলবে।

প্রবীণরা ছাড়াও সাধারণ যাত্রীরা জানায় তাদের মেট্রো অ্যাপে ই-পাস পেতে যথেষ্ট অসুবিধা হচ্ছে তাদের। সেই সমস্যা সমাধানের ও আশ্বাস দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। কভিড সংক্রমণ এড়াতে ও ভিড় কমাতে প্রচুর নতুন বন্দোবস্ত করেছে মেট্রো কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version