কলকাতা ব্যুরো: ই-পাস ছাড়াই নিউ নর্মালে মেট্রোয় যেতে সওয়ারি হওয়ার সুযোগ প্রবীণদের আগেই দিয়েছিলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে দিনের ব্যস্ত সময় এড়িয়ে বেলা সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ৪ টে পর্যন্ত সীমিত ছিলো সেই সুযোগ। কিন্তু এখন থেকে দিনের যে কোনও সময়েই ই -পাস ছাড়া মেট্রোয় যেতে পারবেন তারা। সঙ্গে থাকতে হবে পরিচয় পত্র। আজ থেকেই চালু হলো এই ব্যবস্থা।
মেট্রোয় যাত্রী সংখ্যা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে তা প্রবীণ ব্যক্তিদের পক্ষেও সহায়ক হবে। আপাতত দিনে সোয়া এক লাখ যাত্রী পরিবহন কলকাতা মেট্রোর টার্গেট।