কলকাতা ব্যুরো: বছর শেষে বরফের চাদরে ঢাকলো দার্জিলিং। বুধবার সকালে টাইগার হিল, ঘুম ও সোনাদা, জোড়বাংলো, সুখিয়া পোখারিতে তুষারপাত হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, টয়ট্রেনের লাইনে বরফে আস্তরণ। আগামী ২-৩ দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে লাভা, রিষপেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আনন্দে মাতোয়ারা পর্যটকরা।

বৃষ্টির পূর্বভাস আগে থেকেই ছিল। সেই মতো মঙ্গলবার থেকেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। রাজ্যের উঁচু অংশগুলিতে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দার্জিলিং শহরের উষ্ণতা ৭-৮ ডিগ্রি। কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। তারই মধ্যে চলছে তুষারপাত। সান্দাকফুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। দার্জিলিং টাউনে তাপমাত্রা ঠেকেছে সাত ডিগ্রি সেলসিয়াসে।

জোড়বাংলোর এক বাসিন্দা বলেন, ‘টাইগার হিলে শীতে তো হামেশাই তুষারপাত হয়। কিন্তু বুধবার সকালে প্রবল তুষারপাত হয়েছে। পুরো টাইগার হিল এলাকা বরফের চাদরে ঢেকে গিয়েছে।’ প্রবল তুষারপাত এবং হাড়কাঁপানো ঠান্ডা উপভোগ করতে পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে। তুষারপাতের খবর পেয়ে অনেকেই টাইগার হিলের উদ্দেশে রওনা দিয়েছেন। উত্তেজনার সঙ্গে তেমনই এক মহিলা বলেন, ‘অনেকবার পাহাড়ে এসেছি। কিন্তু এবারের মতো কখনও দেখিনি।’

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এই সময় দার্জিলিংয়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। ফলে তুষারপাত হচ্ছে টাইগার হিলে।

দার্জিলিং-এর অন্তর্গত মংপোতেও বুধবার সকাল থেকেই শুরু হয়েছে তুষারপাত। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শীতে পাহাড়ের মনোরম দৃশ্য, সঙ্গে উপরি পাওনা বরফ দর্শন। খুশির জোয়ার পর্যটকদের মধ্যে। ঘুরতে আসা অনেকেই জানিয়েছেন, বরফ ঢাকা দার্জিলিং, এই শীতে যেন নয়া আবিষ্কার তাঁদের কাছে।

দার্জিলিংয়ের মতোই বরফের আস্তরণে মুড়েছে সিকিমও। লাচুঙে উষ্ণতা হিমাঙ্কের নীচে। চলছে তুষারপাত। সর্বত্র বরফমোড়া দৃশ্য। নাথু লা, ইয়ামথাংও বরফের চাদরে মোড়া। ফলে পর্যটকদের আনাগোনা বাড়বে বলেই আশাবাদী হোটেল ব্যবসায়ীরা।

বুধবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে ভুটানের থিম্পুতেও।

অবশ্য দার্জিলিংয়ে বরফ পড়লেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া অন্যরকম। জলপাইগুড়ি থেকে মালহে, মেঘলা আকাশ। আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে। মাঝে মধ্যেই হচ্ছে ঝিরঝিরি বৃষ্টি।

Share.
Leave A Reply

Exit mobile version