কলকাতা ব্যুরো: দাউদাউ করে জ্বলছে হাওড়ার শিবপুরের রংয়ের কারখানা। গোটা এলাকা ঢাকল কালো ধোঁয়ায়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আতঙ্কিত কর্মীরা। এলাকা ফাঁকা করার কাজ শুরু করেছেন দমকল কর্মীরা।

বুধবার দুপুরে ওই রংয়ের কারখানায় কাজ চলছিল। সেই সময় প্রথমে কারখানার এক জায়গা থেকে ধোঁয়া বেরতে দেখেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যে আগুন জ্বলতে দেখেন কর্মীরা। নানা রকমের দাহ্য পদার্থ মজুত থাকায় কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। হইহই ফেলে দেন কর্মীরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কারখানা ছেড়ে বেরিয়ে যান কর্মীরা। কাজ বন্ধ হয়ে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গোটা কারখানাটিকে গ্রাস করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ঠিক কী কারণে রংয়ের কারখানায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখবে দমকল। আগুন না নেভানো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব নয়।

উল্লেখ্য, গত মাসে মহেশতলার মোল্লার গেট খালপাড় এলাকার একটি গেঞ্জি কারখানার গুদাম ঘরে আগুন লেগে যায়। খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে।

দমকল কর্মীদের দাবি, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লাগে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাওড়ার শিবপুরে রংয়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

Share.
Leave A Reply

Exit mobile version