কলকাতা ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের পর বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল ইডি। বুধবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেলে যায় ইডির প্রতিনিধিদল। অর্পিতার কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে এদিন পার্থকে দীর্ঘক্ষণ জেরা করা হয় বলে সূত্রের খবর।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন পার্থ ও অর্পিতা। বৃহস্পতিবার ফের তাঁদের আদালতে পেশ করার কথা। তার আগে অভিযুক্তদের জামিন রুখতে ফের সক্রিয় হল ইডি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চলে জেরাপর্ব। এদিন একাধিক আর্থিক লেনদেন ও ডিজিটাল তথ্য নিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। এমনকী তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়টি অর্পিতা স্বীকার করে নিয়েছেন বলে দাবি ইডির।

এদিকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ১০ জন ঘনিষ্ঠ কী ভাবে চাকরি পেলেন, তা নিয়েও তদন্তের নির্দেশ দিল আদালত। পাশাপশি প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত ওই ১০ জনকে আগামী ১ সেপ্টেম্বর সিবিআই অফিসে গিয়ে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও এদিন এই মামলায় তদন্ত কতদূর এগিয়েছে, আদালতে সেই রিপোর্ট পেশ করেছে সিবিআই।

Share.
Leave A Reply

Exit mobile version