কলকাতা ব্যুরো : আজ ভোর রাতে বিহারের গয়া জেলায় এনকাউন্টারে ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে। পিটিআই সূত্র থেকে এই খবর পাওয়া যাচ্ছে। রাত থেকে বারা চাটি বন্য এলাকায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ভয়ঙ্কর গুলির লড়াই আরম্ভ হয়। সকালের দিকে তিনজন মাওবাদী এনকাউন্টারে মারা গিয়েছেন। এদের মধ্যে মাওবাদীদের জোনাল কমান্ডার অলোক যাদব রয়েছেন। এ কে ফরটিসেভেন এবং ইন্সাস রাইফেল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

২০৫ ব্যাটেলিয়ান কোবরা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই কাল রাত থেকে শুরু হয় বলে জানা গিয়েছে। কোবরা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর অন্তর্গত কমান্ডো বাহিনী। এই কমান্ডোদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে নকশালদের বিরুদ্ধে লড়াই করার জন্য জঙ্গলে মোতায়েন করা হয়েছে বহুদিন যাবৎ। আজ ভোর রাতে তিনজন নকশাল নেতা মারা যাবার পর তাদের দেহ উদ্ধার করেছে কমান্ডো বাহিনী।

Share.
Leave A Reply

Exit mobile version