কলকাতা ব্যুরো: রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এর অধীন মঞ্জুষা এবারে দুর্গাপুজোয় প্রায় সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছে রাজ্যজুড়ে। করোনার লকডাউন আবহাওয়া এবার গত বছরের রেকর্ড ভেঙে দিয়ে মঞ্জুষা অনলাইনে তিনগুণ বেশি ব্যবসা করেছে বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত।

কিছু অভিনব কাজ এবছর মঞ্জুষা করেছে। একেবারে আধুনিক ক্রেতাদের চাহিদা মেটাতে, মূলত ডো করার সঙ্গে বিশেষ কাঠের শিল্প এবং চামড়ার সঙ্গে জামদানি মিশিয়ে দুই ধরনের বস্ত্র বাজারে এনেছে মঞ্জুষা। তা খুব ভালো ব্যবসা করেছে বলে জানিয়েছেন মঞ্জুসার ম্যানেজিং ডিরেক্টর।

Share.
Leave A Reply

Exit mobile version