কলকাতা ব্যুরো: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ খুররম এবং গুলাব শেখ নামে দুই ব্যক্তিকে। গতকালই তাদের আটক করা হয়েছিলো। আজ তাদের তোলা হবে ব্যারাকপুর কোর্টে। ওই ঘটনায় আরো ৭ জনকে আটক করেছে সিআইডি।

বছর পাঁচেক আগে খুন হয়েছিলেন খুররম-র বাবা মোহাম্মদ ইসমাইল। সেই খুন নাম জড়িয়েছিলো মনীশ শুক্লার। বাবার খুনের বদলা নিতেই কি মনীশ খুন, খতিয়ে দেখছে পুলিশ। গতকালই পুলিশের তরফে জারি করা বিবৃতিতেই ইঙ্গিত ছিলো, ব্যক্তিগত শত্রুতার জেরেও মনীশ খুনের যোগসূত্রের সম্ভাবনার কথা।

বিজেপি নেতা খুনের দুদিন পরেও এখনো থমথমে টিটাগড়। জানা যাচ্ছে, মনীশকে খুনের জন্য মাস খানেক আগে থেকেই পরিকল্পনা চালানো হচ্ছিলো। তিনি কখন বের হন, কখনো বাড়ি ফেরেন, পার্টি অফিসে কখন যান, কোথায় কোথায় যান, সব গতিবিধির ওপরই নজর রাখা হচ্ছিলো। এই ঘটনায় রাজু খান নামে এক কুখ্যাত দুষ্কৃতীর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর মধ্যে ওই এলাকায় রাজুকে সদলবলে কয়েকবার দেখা গিয়েছে বলেও জানা গিয়েছে। এক সপ্তাহ আগেই রবিবার মনীশকে হত্যার পরিকল্পনা ছিলো। কিন্তু কোনো কারণে তা বানচাল হয়ে যায়। তাঁর ব্যক্তিগত দেহরক্ষীরা ছুটিতে যাওয়ায় শেষ পর্যন্ত এই রবিবারই ওই বিজেপি নেতাকে হত্যার দিন নির্দিষ্ট করা হয়েছিলো বলে জানা গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version