কলকাতা ব্যুরো: ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে ‘ সুপারি’ দেওয়া হয়েছিলো ৪০ লাখ টাকা। সুপারি দেওয়া হয়েছিলো ধৃত নাসির খানকে। এই ষড়যন্ত্রে যুক্ত ছিলো প্রায় ২০ জন। ইতিমধ্যেই এই হত্যা তদন্তে একথা জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু এখনো পর্যন্ত তারা জানতে পারেননি, ওই সুপারি দিলো কে? কেনই বা তা দেওয়া হয়েছিলো। সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, নাসির আসলে বাংলাদেশের বাসিন্দা। কয়েক মাস আগেই সে উত্তর ২৪ পরগনায় এসে থাকতে শুরু করে। খুনের পরিকল্পনা চলছিলো গত তিন মাস ধরে। সেই সন্ধ্যায় কার্বাইন থেকে গুলি চালিয়েছিলো নাসিরের ভাই। মৃত্যু নিশ্চিত করতেই ব্যবহার করা হয়েছিলো কার্বাইন।

এই মামলায় ধৃত নাসির খানকে নিয়ে হ্যানিং সহ আরো কিছু জায়গায় তল্লাশি চালাচ্ছে সিআইডি। জানা গিয়েছিলো, এই হত্যার জন্য অস্ত্র এসেছিলো বিহার, ঝাড়খন্ড এবং কলকাতার মেটিয়াব্রুজ থেকে।

Share.
Leave A Reply

Exit mobile version