কলকাতা ব্যুরো: ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে বড়সড় স্বস্তি গেরুয়া শিবিরের। টাউন বড়দোয়ালি আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিসকুমার সাহার সঙ্গে মানিকের প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ৬ হাজার। মানিক পেয়েছেন ১৬ হাজার ৮৭০টি ভোট। অন্যদিকে, আশিসের ঝুলিতে পড়েছে ১০ হাজার ৯৩০টি ভোট।

সম্প্রতি বিপ্লব দেবকে সরিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে মানিক সাহাকে বসায় শাসকদল বিজেপি। তাই পরবর্তী ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে না পারলে মুখ্যমন্ত্রিত্ব হারাতে হত তাঁকে। সেই কারণেই এই জয় অত্যন্ত জরুরি ছিল তাঁর এবং তাঁর দলের কাছে।

প্রসঙ্গত, ত্রিপুরার মোট চারটি আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়। টাউন বরদোয়ালি বাদে বাকি তিনটি কেন্দ্র হল আগরতলা, যুবরাজনগর এবং সুরমা।

Share.
Leave A Reply

Exit mobile version