কলকাতা ব্যুরো: সাতসকালে মেট্রোয় ঝাঁপ এক ব্যক্তির। শুক্রবার সকালে এসপ্ল্যানেড স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ব্যাহত হয় কবি সুভাষগামী মেট্রো পরিষেবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭.৪৫ নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় ডাউন লাইনে মেট্রো ঢুকছিল।আচমকাই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি।লাইনের উপরেই কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার খবর পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ততক্ষণে মৃত্যু হয় ওই ব্যক্তির।

দুর্ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ২৪ পর্যন্ত কবি সুভাষগামী মেট্রো পরিষেবা বন্ধ ছিল। তারপর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।

তবে আত্মঘাতী ওই ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। তাঁর কাছে একটি ব্যাগ ছিল। তবে ওই ব্যাগের ভিতর থেকে কিছুই পাওয়া যায়নি বলেই খবর। আত্মঘাতীর পরিচয় জানার চেষ্টা চলছে।  

Share.
Leave A Reply

Exit mobile version