কলকাতা ব্যুরো: দুদিনের জঙ্গলমহল সফরে আজ ঝাড়গ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি প্রশাসনিক বৈঠক করেন খড়গপুরে। আজ ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে তিনি পর্যালোচনা করবেন জেলার উন্নয়ন মূলক কাজগুলির।
গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ফল ভালো হয়নি রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের। যেমন ফল খারাপ হয়েছিলো উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের পর এবার জঙ্গল মহলের মন জয় করাই মমতার কাছে চ্যালেঞ্জ।
গতকালই মুখমন্ত্রী এই লক্ষ্যে দুটি ঘোষণা করেছেন। হাতির হানায় কোনো ব্যক্তির মৃত্যু হলে এককালীন আর্থিক সহায়তা ছাড়াও পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ড-র চাকরি দেবে রাজ্য। এখন হাতির আক্রমণে মৃত্যু হলে এখন নিহতের পরিবার পান আড়াই লাখ টাকা। মুখ্যমন্ত্রী জানান, মাওবাদীদের আক্রমণে মৃতের পরিবারকেও ৪ লাখ টাকা এবং পরিবারের এক জনকে চাকরি দেওয়া হবে। আজকের সভা থেকে জঙ্গল মহলের জন্য আরো কিছু উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।