কলকাতা ব্যুরো: করোনা আবহেই অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। এবারের পুজো তাই বড় চ্যালেঞ্জ বলেই মনে করে করোনা মোকাবিলায় রাজ্যের তৈরি গ্লোবাল এডভাইসারি বোর্ডও। তারাই রাজ্যকে পরামর্শ দিয়েছে, মণ্ডপের পাসগুলি যাতে ঢাকা না হয়। খোলামেলা থাকলে বায়ু চলাচলে সুবিধা হবে। সুবিধা হবে করোনা মোকাবিলায়। বিশেষজ্ঞদের সেই পরামর্শ মেনে পুজো কমিটিগুলোকে একই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, যেখান থেকে মানুষ ঠাকুর দেখবে এবং যেখান থেকে পুষ্পাঞ্জলি দেবে, তার চারপাশটা যেন খোলা থাকে। উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর পুজো কমিতিগুলিকে নিয়ে বৈঠকে বসবে রাজ্য।