কলকাতা ব্যুরো: বহু দিনের অপেক্ষা। আজ আবার চালু হলো মাঝেরহাট সেতু। নাম বদলে এখন আজাদ হিন্দ সেতু। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃখপ্রকাশ ও করেন রাজ্যের মানুষের কাছে। উদ্বোধনে দেরি হবার জন্য। কেন্দ্র সরকারের মন্ত্রীরা কলকাঠি না নাড়লে উদ্বোধন অনেক আগেই হয়ে যেত। এমন কথাও বলেন মুখ্যমন্ত্রী।
২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাসে ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু৷ তার প্রায় ২ বছর ৩ মাস বাদে উদ্বোধন হল নব নির্মিত সেতুর৷ নতুন এই সেতু তৈরি করতে গিয়ে খরচ হয়েছে ৩১১ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রীর দাবি, এই গোটা টাকাই রাজ্য দিয়েছে৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেতুর অনুমতি দিতে রেল যে ৩৪ টাকা নিয়েছে, সেই টাকায় রাজ্যে অনেক স্কুল, কলেজ তৈরি করা হত৷ তবে এর জন্য রেলের সাধারণ কর্মী, আধিকারিকদের দোষারোপ করছেন না বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সে ক্ষেত্রে আরও ৯ মাস আগে মাঝেরহাট সেতু চালু করা সম্ভব হতো।
তিনি আরও অভিযোগ করেন, টালা ব্রিজ ভাঙার জন্যও রেল ৫৫ কোটি টাকা নিচ্ছে। নতুন এই মাঝেরহাট সেতু চার লেনের৷ ভার বহন ক্ষমতাও আগের তুলনায় অনেক বেশি৷ কয়েকদিন আগে মাঝেরহাট সেতুর উদ্বোধনের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি৷ যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ এ দিন সেকথা উল্লেখ করে তিনি ওই দলের তীব্র সমালোচনা করেন।সেতুর উদ্বোধনের আগে এ দিন হেঁটে তা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার সকাল থেকেই ব্রিজ সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে৷