কলকাতা ব্যুরো : ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা উদ্বোধন করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার মানুষকে খুব সাবধানে পুজোয় আনন্দ করার পরামর্শ দিলেন। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ও গ্লাভস পরে সবাইকে মণ্ডপে যেতে বলেন। ভিড় হলে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে অপেক্ষা করে পূজো দেখতে বলেন। জানিয়ে দেন করোনা বাড়ছে ট্রেন, প্লেন আর লরি চলায়। সুতরাং বারে বারে তিনি বাংলার মানুষকে পুজোয় খুব সাবধান হতে অনুরোধ করেন। তিনি বলেন, উত্তর এবং দক্ষিণ কলকাতার মধ্যে রেষারেষি করতে গিয়ে ভিড় বেড়ে যায় অন্য বছরগুলোতে। এবারে সেরকম যেন কিছু না হয় তার আবেদন করেন পূজা কমিটিগুলোকে।
উল্লেখ্য গতকাল প্রবীণ চিকিৎসক সুকুমার মুখার্জি যে ভাবে মানুষকে পুজোর পর করোনা সুনামি হতে পারে বলে সাবধান করে দিয়েছেন তাতে মুখ্যমন্ত্রীর আজ সবাইকে নজরুল মঞ্চে সাবধান করা খুবই দরকার ছিলো। বন্দুকটা বিজেপির ঘাড়ে রেখেও জানান, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এবার পূজো হচ্ছে না। দিল্লির চিত্তরঞ্জন পার্ক আর কালীবাড়ি ছাড়া পূজো হচ্ছে না দিল্লিতে আর কোথাও। কিন্তু পশ্চিমবঙ্গে কেন পূজো হচ্ছে তার কৈফিয়ত দেন তিনি। তিনি বলেন, এটা আমাদের সবথেকে বড়ো উৎসব। তাই এই উৎসবের অনুমতি দিয়েছেন তার সরকার। তিনি বলেন, দেবী দূর্গা এসে বিজেপি নামক করোনা বধ করবেন। বিজেপি কে মুখ্যমন্ত্রী এক ভয়ঙ্কর অতিমারী বলে উল্লেখ করে বলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের কোনো যোগ নেই।
তিনি জানিয়ে দেন এবার তিনি সশরীরে দূর্গা মন্ডপে এসে পূজো উদ্বোধন করবেন না। এবারে সব উদ্বোধন ভার্চুয়ালে হবে। এমনকি বিজয়াও তিনি কি ভাবে করবেন তার ভাবনা চিন্তা করছেন বলে জানান দর্শকদের। মিডিয়ার উদ্দেশ্যে আবদার করে বলেন, এবার যেন মিডিয়াগুলো বেশি ভিড় কোথায় হচ্ছে তার খবর না করে কোথায় সুন্দর করে ছোট্ট করে পূজো হচ্ছে তার খবর করে। বাংলার মিডিয়ার ও উচ্ছসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বলেন এখনকার মিডিয়া খুব দায়িত্বশীল।