কলকাতা ব্যুরো: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা আক্রান্ত হয়ে দিন কয়েক ধরেই সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
ফোনে তার শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে তারা ভিন্ন মেরুর বাসিন্দা। কিন্তু সৌজন্যে ঘাটতি হয়নি। মমতার ফোনের প্রত্যুত্তরে তাকে ধন্যবাদ জানান দিলীপও। মমতা তাকে পরিপূর্ণ সুস্থতার জন্য আপাতত কিছুদিন বিশ্রাম নিতে।