কলকাতা ব্যুরো: আবার কল্পতরু মমতা।
আগামী জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট সরকারি কর্মচারীদের যাবতীয় বকেয়া ১৬ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। শুক্রবার সেই মামলার শুনানি হবে হাইকোর্টে।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী স্কুল পড়ুয়াদের জন্য অবাক করা দানের কথা শোনালেন। এখন যেহেতু করোনা আবহে স্কুল পড়ুয়াদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে, তাই রাজ্যের সমস্ত স্কুলের নবম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত প্রায় সাড়ে ন লক্ষ পড়ুয়াকে একটি করে ট্যাব দেবে সরকার। মোবাইল থেকে একটু বড় হওয়ায় তাতে নেট কানেকশন ভরে যথারীতি অনলাইন ক্লাস করতে পারবে পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরও এই ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।
একই সঙ্গে সরকারি স্কুলে অষ্টম শ্রেণীর যাদের বাড়িতে মোবাইল বা ইন্টারনেটে সুযোগ নেই তারা যাতে স্কুলে কম্পিউটার ব্যবহার করতে পারে, তাই প্রতিটা স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এতদিন করোনার নমুনা পরীক্ষা করতে বারোশো টাকা খরচ হতো। মুখ্যমন্ত্রী এ দিন জানান, আর টি পি সি আর নমুনা পরীক্ষা করাতে বেসরকারি হাসপাতালে এখন থেকে ৯৫০ টাকা করে খরচ বেঁধে দেওয়া হলো।

Share.
Leave A Reply

Exit mobile version