কলকাতা ব্যুরো: আট মাস বাদে ফের জেলা সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরের বিমানে তিনি পৌঁছাবেন উত্তরবঙ্গে। আগামী তিনদিন শিলিগুড়ির কাছে উত্তরকন্যায় পাঁচ জেলার প্রশাসনিক কাজের পর্যালোচনা করবেন তিনি। কোভিড মোকাবিলার কাজও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। কাজে গতি আনতে দেবেন প্রয়োজনীয় নির্দেশ।
গত সপ্তাহেই তাঁর উত্তরবঙ্গ সফরের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই সফর এক সপ্তাহ পিছিয়ে যায়। জানা গিয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙের প্রশাসনিক কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version