কলকাতা ব্যুরো: প্রত্যাশা মতোই নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠ জয় তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার জয়ের পরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ভোট হয়েছে উৎসবের মেজাজে, আর এই ফলাফল গণ উৎসবে গণতন্ত্রের জয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, আর কংগ্রেস… দে আর দ্য স্যান্ডউইচ…”। পাশাপাশি মমতা এদিন বলেন, কলকাতা পুরভোটের এই ফলাফল জাতীয় ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। এটি জাতীয় স্তরেও একটি জয়। বাম, কংগ্রেস, বিজেপি মানুষের দ্বারা পরাজিত। এটাই মানুষের রায়। গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে।
নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, এটা মানুষের জয়. মানুষ চেয়েছেন বলে এত বিপুল জয়। আমরা ল্যান্ডস্লাইড ভিকট্রি পেয়েছি, কারণ মানুষ চেয়েছেন। আমরা এই ভূমির সন্তান। এই ভূমির কন্যা… আর্বান, সেমি আর্বান, ও গ্রামগুলিতে উন্নয়ন তাঁর লক্ষ্য করে এদিনও স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলপ্রকাশ হতেই উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। টুইটে তিনি লিখেছেন, কলকাতা পুর নির্বাচনে আপনার বিজয়ের জন্য সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন। অধ্যাবসায় এবং কৃতজ্ঞতার সঙ্গে মানুষের সেবা করতে মনে রাখবেন! আমি আবারও আমাদের উপর তাদের বিশ্বাস রাখার জন্য কলকাতা পুরসভার প্রতিটি একক বাসিন্দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এদিন টুইট করে কলকাতাবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন কলকাতার মানুষ আবারও প্রমান করে দিলেন বাংলায় অশান্তি ও হিংসার কোনও জায়গা নেই।
তিনি আরও লেখেন, এই বিপুল জয়ের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা সদা সর্বদা চেষ্টা করবো আমাদের আগামী লক্ষ্যগুলোকে ভালোভাবে বাস্তবায়িত করতে।