কলকাতা ব্যুরো: কলকাতা বিমানবন্দর নয়, রবীন্দ্রসদনেই গান স্যালুটে চিরবিদায় জানানো হবে প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে‘কে। বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধাজ্ঞাপনের পরই মুম্বইয়ে রওনা দেবে কেকে’র নশ্বর দেহ। প্রয়াত সঙ্গীতশিল্পীর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সঙ্গীত জগতে শূন্যতা তৈরি হল৷
বুধবার সকালে বাঁকুড়ায় কর্মিসভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানো হবে কেকে-কে। কিন্তু কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিদ্ধান্ত বদল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন দুপুরে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে কেকে’র দেহ। সেখানে শায়িত থাকবে নিথর দেহ। রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে। তারপর পরিবারের সদস্যরা দেহ নিয়ে রওনা দেবেন মুম্বইয়ে। তিনি আরও জানান, ওঁর পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত মরদেহকে আমরা রবীন্দ্রসদনে শ্রদ্ধা জানাই। ৫টা ১৫ মিনিটে যেহেতু ওনাদের ফ্লাইট, তাই রবীন্দ্রসদনে মরদেহ নিয়ে যাব। এখানের বদলে রবীন্দ্রসদনে তাঁকে আমরা গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাব।
ইতিমধ্যেই রবীন্দ্রসদনে পৌঁছেছেন মমতা। গান স্যালুটের প্রস্তুতি নিজেই তদারকি করছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চলছে কেকে’র ময়নাতদন্ত। হাসপাতালের বাইরে ভিড় অনুরাগীদের। শিল্পীর এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। শেষবারের মতো তাঁকে দেখার আশায় হাসপাতালের গেটে অপেক্ষায় ভক্তেরা।
ইতিমধ্যে শিল্পীকে শেষশ্রদ্ধা জানানোর প্রস্তুতি শুরু হয়েছে রবীন্দ্র সদনে। বিকেল ৫টা নাগাদ গান স্যালুট দিয়ে বিদায় জানানো হবে। এদিন দুপুরে বাঁকুড়ার সভা সেরে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, ময়নাতদন্ত করতে সময় লাগবে। তাই বিমানবন্দরে নয়, বিকেল ৫টা নাগাদ রবীন্দ্র সদনেই তাঁকে গান স্যালুট দেওয়া হবে।