কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষি আইনের বিরোধী আন্দোলনে এবার পথের আমার জন্য হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখন দিল্লিতে কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠক প্রায় শেষ পর্যায়ে। এরইমধ্যে বৃহস্পতিবার টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের কৃষক বিরোধী ওই আইন প্রত্যাহার না করলে রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল। এ ব্যাপারে শুক্রবার বৈঠক করে তৃণমূল আন্দোলনের রূপরেখা স্থির করবে।
যথারীতি তৃণমূল নেত্রীর এই নতুন পদক্ষেপের সমালোচনা করেছে কংগ্রেস ও সিপিএম। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এবং সিপিএমের সুজন চক্রবর্তীর বক্তব্য, হঠাৎ এতদিন পরে তৃণমূলের এই পদক্ষেপ ভোটের অংক কি না তা নিয়ে প্রশ্ন আছে। আন্দোলনে তৃণমূলের এত দেরি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদল।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ট্যুইট করে জানিয়েছেন, কৃষকদের অন্যায় ভাবে ওই আইন এনে ক্ষতি করা হচ্ছে। তাছাড়া যেভাবে জিনিসপত্রের দাম বাজারে বেড়ে গিয়েছে, তার বিরুদ্ধেও পথে নামতে চায় তৃণমূল। দেরির জন্য বিরোধিতা করলেও তৃণমূল নেত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিরোধীরা।