কলকাতা ব্যুরো: বাংলায় এসে গেলো ওমিক্রন। বুধবার পুর প্রচারের মঞ্চে উঠে নয়া কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রন মারাত্মক কিছু নয়। শুধু ছড়ায় তাড়াতাড়ি। ছোঁয়াচে তবে মৃত্যু ভয় কম। আজই রাজ্যে একটি মামলা নজরে এসেছে। একইসঙ্গে তিনি মাস্ক ও কোভিড বিধির উপর জোর দেওয়ার কথা বলা বলেন।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, বারবার সাবধান করা হচ্ছে বাইরে থেকে এসে মিশবেন না, কিন্তু মানুষ এসে প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মিশছে। তাঁর মতে, ‘বিমানে একজন আক্রান্ত থাকলে বাকিও ৩০০ যাত্রীও সংক্রমিত হয়ে পড়ছে। এবার তাদের পরিবাররাও রাজ্যবাসীকে মমতার আশ্বাস, ভয় পাবেন না। টিকাকরণে কলকাতা এক নম্বর। কোভিড আমরা এত ভালো সামলেছি, এটাও সামলে নেব। তা সত্ত্বেও সতর্ক থাকবেন।

করোনার নতুন স্ট্রেনের কবল থেকে এতদিন মুক্ত ছিল বাংলা। ব্রিটেন ফেরত কোভিড পজিটিভ তরুণীর টেস্টের রিপোর্ট ওমিক্রন নেগেটিভ আসায় ফিরেছিল স্বস্তি। কিন্তু, শেষমেশ ওমিক্রন থেকে মুক্তি পেল না পশ্চিমবঙ্গও! সূত্রের খবর, হায়দরাবাদ ফেরত এক ৭ বছরের শিশুর দেহে ধরা পড়েছে ওমিক্রন।

সূত্রের খবর, কিছুদিন আগেই ওমিক্রন আক্রান্ত ওই শিশুর পরিবার আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে মুর্শিদাবাদে ফিরেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মোতাবেক হায়দরাবাদে নামার পর ওই শিশুর পরিবারের প্রত্যেক সদস্যের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। তাঁরা করোনা আক্রান্ত কিনা জানতে করা হয় আরটিপিসিআর টেস্ট। লালারসের নমুনাও জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, ৭ বছরের ওই শিশুটি করোনায় আক্রান্ত। জিনোম পরীক্ষা অনুযায়ী তাঁর দেহে ওমিক্রন থাবা বসিয়েছে। সূত্রের খবর, শিশুটির শরীরে সেভাবে কোনও উপসর্গ নেই।

Share.
Leave A Reply

Exit mobile version