কলকাতা ব্যুরো: বিধানসভা অধিবেশন শুরুর আগের দিন সন্ধেবেলা আচমকা রাজভবনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ রাজভবনে পৌঁছন তিনি। এদিন বিকেলে নবান্ন থেকে বেরিয়ে সোজা রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে প্রায় ঘণ্টাখানেক রাজভবনে ছিলেন মমতা। রাজভবন সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছেন রাজ্যপালকে। সস্ত্রীক ধনখড় তাঁকে ধন্যবাদও জানান।

তবে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর সাক্ষাতের ছবি ও ভিডিয়ো টুইট করা হয় রাজভবনের তরফে। সেখানে দেখা যাচ্ছে, নিজের হাতে আঁকা একটি ছবিতে স্বাক্ষর করে রাজ্যপালের হাতে তুলে দিচ্ছেন মমতা। সেই সময় হাসিমুখে উপস্থিত ছিলেন রাজ্যপালের স্ত্রী-ও। বড় ক্যানভাসে তেলরঙে রঙিন ফুলের ছবি এঁকেছেন তিনি। এছাড়া রাজ্যপালও কিছু স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে।

শুক্রবার থেকে শুরু রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। সেখানে পেশ হওয়ার কথা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। তাতে রাজ্যপালের স্বাক্ষর মিললে তবে বিলে পরিণত হবে। তার আগে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সরাসরি তিনি পৌঁছে যান রাজভবনে। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁদের রাজভবনে স্বাগত জানান ধনখড় ও তাঁর স্ত্রী। কিছুক্ষণ সেখানে প্রয়োজনীয় কথাবার্তা বলেন তাঁরা। তবে অভিজ্ঞ মহলের ধারণা, এদিন সকাল থেকে হাওড়ায় অবরোধ বিশৃঙ্খলা নিয়েও দুজনের মধ্যে কথা হয়ে থাকতে পারে।

এদিকে, এদিন সন্ধেবেলা রাজভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন SLST চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর গাড়ি দেখে তাঁরা সাক্ষাৎ করতে চান। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে রাজভবনের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। কয়েকজনকে সরিয়ে দেওয়া হয় গেটের সামনে থেকে। কয়েকজনকে আটকও করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version