কলকাতা ব্যুরো: প্রতিবারের মত এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আয়োজন করা হয়েছে কালীপুজোর। আর অন্যান্যবারের মতো মুখ্যমন্ত্রী গৃহ কর্ত্রী হিসেবে নিজেই তদারক করছেন দেবী আরাধনার। সন্ধ্যে থেকেই তার বাড়িতে উপস্থিত রয়েছেন ববি হাকিমের তৃণমূলের প্রথম সারির নেতা- মন্ত্রীরা। জাভেদ খান, পার্থ চাটার্জির মতো মন্ত্রীরাও উপস্থিত মুখ্যমন্ত্রীর বাড়িতে।

রাত একটু বাড়তেই সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট মানুষেরা আসতে শুরু করেন। আসেন রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা l যারাই তার বাড়িতে আসছেন, মুখ্যমন্ত্রী নিজের হাতে স্যানিটাইজার নিয়ে গিয়ে তাদের হাতে দিচ্ছেন হাত স্যানিটাইজ করে নেওয়ার জন্য। নিজেও মুখ্যমন্ত্রী মুখে রেখেছেন মাস্ক।

তার বাড়ির পুজো ফেসবুক লাইভ হওয়ায় দেখা যাচ্ছে, একেবারে এক জায়গায় ভিড় করছেন না দর্শকরা। মুখ্যমন্ত্রীর বাড়ি যারা আসছেন ঠাকুর প্রণাম করার পর সরে যাচ্ছেন দূরে। অতিথিদের জন্য জায়গা করা হয়েছে অনেকটাই দূরত্ব বজায় রেখে।

Share.
Leave A Reply

Exit mobile version