কলকাতা ব্যুরো: বেশ কয়েক বছর ধরে রাজ্যে বাকি পড়ে রয়েছে পুরসভা ও পুরনিগমের নির্বাচন। খুব শীঘ্রই সেই ভোট হতে পারে বলে ইঙ্গিত মিললো শনিবার। আর এই ইঙ্গিত দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই পুরভোট করানোর বিষয়ে ইঙ্গিত দেন তিনি ৷ প্রসঙ্গত, নতুন দুটি সহ রাজ্যে ১২৭ টি পুরসভা রয়েছে। তারমধ্যে ছটি পুরনিগম সহ মোট ১১৪ টি বোর্ড ভেঙে গিয়েছে। ফলে সেগুলিতে নির্বাচন করতে হবে রাজ্যকে।

অন্যদিকে গত ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিনটি আসনে ভোটগ্রহণ হয়েছে ৷ তার মধ্যে ভবানীপুরে উপনির্বাচন হয়েছে ৷ যেখানে লড়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাছাড়া চলতি সপ্তাহের শুরুতে রাজ্যের আরও চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ভোট হবে আগামী ৩০ অক্টোবর ৷ প্রচার-সহ ভোটের অন্যান্য প্রক্রিয়া চলার কথা অক্টোবর মাসের বেশিরভাগ দিন ধরে। কিন্তু তার মধ্যে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো। সেই নিয়েই এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মমতা। তখন তিনি সকলকে আর্জি জানান, উৎসবের দিনগুলি বাদ দিয়ে যদি প্রচার করা যায়, তাহলে মানুষের সুবিধা হবে। এই কথা শেষ করেই মুখ্যমন্ত্রী জানান, এই ভোট মিটে গেলে বাকি নির্বাচগুলি করার প্রক্রিয়া শুরু হবে ৷ তাঁর এই মন্তব্য থেকেই পুরভোট নিয়ে জল্পনা শুরু হয় কারণ, নিয়ম অনুযায়ী, পঞ্চায়েত-পৌরসভা-পুরনিগমগুলির ভোট করানোর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের ৷ সেই ভোটের দিন সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক করে রাজ্য নির্বাচন কমিশন ৷

ফলে মুখ্যমন্ত্রী যখন বলছেন, তখন দ্রুত ওই ভোট সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, পশ্চিমবঙ্গে প্রায় শতাধিক পুরসভা ও বেশ কয়েকটি পুরনিগমে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই ৷ প্রশাসনিক বোর্ড দিয়েই কাজ চলছে ৷ সেই তালিকায় কলকাতা পুরনিগমও রয়েছে ৷

Share.
Leave A Reply

Exit mobile version