কলকাতা ব্যুরো: নেপালি কবি ভানুভক্তের জন্মদিনের বিশেষ অনুষ্ঠান মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নেপালি কবির জন্মদিন উপলক্ষে দার্জিলিংয়ের ম্যালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভানুভক্তকে শ্রদ্ধা জানান খোদ মুখ্যমন্ত্রী। ভানুভক্তের মূর্তিতে মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেপালি ভাষা সাবলীলভাবে বলতে না পারলেও বুঝতে অসুবিধা হয় না বলেই জানান তিনি। সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় ভানুভক্তের লেখা কবিতা মন ছুঁয়ে যায় তাঁর। দার্জিলিংয়ের পাশাপাশি বুধবার কলকাতাতেও ভানুভক্তের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ভানুভক্ত বিভেদ করতেন না। আমরাও সবসময় একই কথা বলি। বিভেদ দূর করতে হবে। মাটিতে কাজ করতে করতে নেতার জন্ম হয়।

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya #2

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya #2

Posted by Mamata Banerjee on Wednesday, July 13, 2022

মমতা (Mamata Banerjee) বলেন, যে ভাবে মানব জীবনের অন্তরে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য-চিত্র ছড়িয়ে আছে, আগামী দিন বাংলার মাটি যেন তেমনই সুন্দর হয়ে ওঠে। পাশাপাশি তাঁর বার্তা, বড় মানুষ-বড় নেতা হতে গেল বিভেদ নয়, ঐক্যের ফেরিওয়ালা হতে হয়। যে বা যাঁরা বিভেদের রাজনীতি করেন, তাঁরা কোনও ভাবেই মানুষের অন্দরে ঠাঁই পেতে পারেন না। পাশাপাশি এদিন মমতা বলেন, ভারতের ঐতিহ্য মিলনের কথা বলে। এখানে বিভেদের কোনও স্থান নেই। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ দাশ, নেতাজি সুভাষ থেকে চিত্তরঞ্জন-প্রত্যেকেই মানুষে মানুষে মিলনের কথা বলেছেন। আজ তাই তাঁরা সকলের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। কবি ভানুভক্তও তেমনই মানুষে মানুষে ঐক্যের কথা বলেছেন তাঁর লেখায়।

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya

Celebration of 208th birth anniversary of Adikavi Bhanubhakta Acharya

Posted by Mamata Banerjee on Wednesday, July 13, 2022

উল্লেখ্য, GTA’র শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার দার্জিলিংয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার শপথ অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরদিন ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিংয়ে থেকে যান রাজ্যের প্রশাসনিক প্রধান, অনুষ্ঠান মঞ্চে নিজেই জানান সেকথা। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা তাঁর।

Share.
Leave A Reply

Exit mobile version