কলকাতা ব্যুরো: দেশজুড়ে বাড়ছে ওমিক্রণ সংক্রমণ। সামনেই বড়দিন এবং নিউ ইয়ার। ফলে উৎসবে মাতোয়ারা হবেন সাধারণ মানুষ। কিন্তু, তার আগেই রাজ্যবাসীকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ওমিক্রন অনেক বেশি সংক্রামক। যাঁরা বিদেশ থেকে আসছেন তাঁদের সতর্ক থাকতে হবে। পরিবারের সঙ্গে মানসিকভাবে নিজেকে যুক্ত রাখুন। কিন্তু, সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। একজনের থেকে কয়েকশো, তারপর হাজার, পরে লাখ- এভাবেই ছড়াচ্ছে করোনাভাইরাস সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি।

পাশাপাশি মানসিক শান্তিই যে সুস্থ জীবনের চাবিকাঠি এদিন এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা প্রত্যেকেই কাজ করি। ব্যস্ততার মধ্যে জীবন কাটাই। কিন্তু, সবকিছুর মধ্যেই মানসিক শান্তি অত্যন্ত প্রয়োজন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশজুড়ে রাজনৈতিক দূষণ চলছে। পাশাপাশি এদিন সর্বধর্ম সমন্নয়ের বার্তাও দেন তিনি। তারপরই মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই সাধারণ মানুষকে উৎসবে মেতে ওঠার কথা বলেন তিনি।

তবে এখানেই শেষ নয় এদিন কলকাতা পুলিশ ও নগরপালকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে পুলিশ কমিশনার সৌমেন মিত্র উপস্থিত রয়েছেন। আমি নামটা আগে বলতে ভুলে গিয়েছিলাম। থ্যাঙ্ক ইউ সো মাচ। ওরা খুব ভাল কাজ করেছে এবং ওরাই কলকাতার সবকিছু রক্ষা করে।

কলকাতার পুরভোটের আঁচ শুধুমাত্র মহানগরেই সীমাবদ্ধ থাকেনি। জেপি নাড্ডা থেকে অমিত মালব্য, কলকাতার ভোট নিয়ে শাসকদল ও কলকাতা পুলিশের বিরুদ্ধে উষ্মা বিজেপি নেতাদের গলায়। রীতিমতো তুলোধনা করা হয়েছে রাজ্য প্রশাসনকে। এদিকে পুরভোটের ঠিক পরদিনই পুলিশ ও নগরপালের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share.
Leave A Reply

Exit mobile version