কলকাতা ব্যুরো: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। রয়েছে ওমিক্রন আতঙ্কও। লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কিন্তু সেদিকে নজর নেই প্রশাসনের। সামনেই বর্ষবরণ। কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠবে সবাই। দুর্গা পুজো, কালীপুজো থেকে শুরু করে বড়দিন। এবছর কোনও উৎসবেই এতটুকু আনন্দে ভাঁটা পড়েনি বাঙালির। দেদারে চলেছে সেলিব্রেশন। দিল্লি, কর্ণাটক, বিহার সহ একাধিক রাজ্য বর্ষবরণের উৎসবে রাশ টানলেও বাংলার কোনও হেলদোলই চোখে পড়ছে না। এই মুহূর্তে বাংলায় ওমিক্রন আক্রান্ত বেড়ে ১১ কিন্তু এই ঢিলেমি কয়েক মুহূর্তে বদলে দিতে পারে সমস্ত সমীকরণ। তাই আগেভাগেই সতর্কতা অবলম্বন করা উচিত। কেন্দ্রীয় সরকার থেকে বারবার নির্দেশিকা জারি করা সত্ত্বেও জাস্ট ডোন্ট কেয়ার মনোভাব রাজ্যের।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যের উদাসীনতায় ধীরে ধীরে বেগতিক হচ্ছে পরিস্থিতি। ২৫ ডিসেম্বরের পার্ক স্ট্রিট বুঝিয়ে দিয়েছে তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়তে আর বেশি দেরি নেই। এর মধ্যেও গঙ্গাসাগরের মেলা নিয়ে যথেষ্ট উৎসাহী রাজ্য সরকার। ভিন রাজ্য থেকে আসা লক্ষাধিক মানুষের ভিড় হবে মেলায়। মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাস্নানের মেলাকে সুন্দর ভাবে পরিচালনা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন বৈঠকও করছেন।

পাশাপাশি ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাজ্যে নাইট কার্ফুও প্রত্যাহার করা হয়েছে। চলছে রাজ্য সরকারের অনুপ্রেরনায় গান মেলা, শিল্প মেলা, সরস মেলা সহ একাধিক শীতকালীন অনুষ্ঠান। বাড়ছে সাধারান মানুষের আনাগোনাও। সেদিকে কোনও নজর নেই প্রশাসনের। শুধু কথায় কথায় জারি হচ্ছে লকডাউন, স্কুল আর ট্রেন বন্ধের ফতোয়া।

এই অবস্থায় সংক্রমণ আরও বাড়লে রাজ্যে ফের বন্ধ হতে স্কুল-কলেজ, এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আক্রান্ত বেশি হলে স্কুল কলেজ বন্ধ রাখা হবে। এই বিষয়টি নিয়ে শিক্ষা সচিবকে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও করোনার সংক্রমণ বৃদ্ধি ও তৃতীয় ঢেউ-এর আশঙ্কা বিষয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ কলকাতায় ফের কনটেনমেন্ট জোন জারি হতে পারে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছেন, প্রয়োজনে কলকাতায় ৩ জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোন লাগু হতে পারে ৷ ৫০ শতংশ কর্মী নিয়ে ওয়ার্ক ফর্ম হোম করার বিষয়টিও ফের চিন্তা ভাবনা করা হতে পারে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

আন্তর্জাতিক বিমানের যাত্রীদের নিয়েও সতর্ক থাকার পরামর্শ এদিন রাজ্য প্রশাসনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, বিমানবন্দরে যাঁরা নামছেন তাঁদের যাতে সঠিক স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট তৈরি হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ কেন্দ্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেন, কলকাতায় যেসব আন্তর্জাতিক বিমান আসছে সেগুলির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ গঙ্গাসাগর মেলার জন্য রাজ্যে এখনই লোকাল ট্রেন পরিষাবা কমানো বা বন্ধ করা হচ্ছে না বলেও এদিন তিনি জানান ৷

পাশাপাশি করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্পূর্ণ না করেই কেন্দ্র কেন বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Share.
Leave A Reply

Exit mobile version