কলকাতা ব্যুরো: কোন দান নয়, বরং প্রশাসনের যা কাজ তা চটজলদি করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজে দীর্ঘসূত্রিতা নিয়ে অভিযোগ বরাবরের। সাম্প্রতিক আম্ফান ঘূর্ণিঝড় থেকে শুরু করে অতীতের যেকোন দূর্যোগে সময়মতো ত্রাণ বা পরিষেবা না পাওয়ার অভিযোগ ছিল। এর সঙ্গে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ। ভোট বাজারে বাকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, সরকার আপনার ঘরের দুয়ারে। মানুষের ঘরে ঘরে গিয়ে সমস্যার কথা জানবে সরকার। একেবারে এভাবেই পরিকল্পনা তৈরি করেছে রাজ্য। ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রকল্প। ব্লকে ক্যাম্প করা হবে। কার কি অসুবিধা জেনে নিয়েই হবে চাট জলদি সমাধান।
সেটা সরকারি প্রকল্পের সুবিধা হতে পারে, হতে পারে রাস্তাঘাট, জল বা বিদ্যুতের সমস্যা নিয়ে অভিযোগ। যে কোনো সমস্যার হবে হাতে গরম সমাধান, আশ্বাস মুখ্যমন্ত্রী র।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার খাতরা যাওয়ার পথে একটি আদিবাসী গ্রামে পৌঁছান। সেখানে খাটিয়ায় বসে গ্রামবাসীদের সঙ্গে গল্পের ছলে কথা বলেন। কথার ছলে বুঝিয়ে দেন, তার সরকার মানুষের জন্য কিভাবে কাজ করছে। রেশনে পাঁচ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হচ্ছে, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
সরকারি অনুষ্ঠানে তিনি তুলে ধরেন বাঁকুড়ার মুকুটমনিপুর প্রসঙ্গ। তার কথায়, কি ছিল, আর আজ কি হয়েছে! উন্নয়ন বোর্ডে গড়ে দেওয়ার পর মুকুটমনিপুরের আকাশ-পাতাল তফাৎ হয়ে গিয়েছে। গ্রামের রাস্তা ঘাটের অনেক পরিবর্তন হয়েছে।
বাঁকুড়া গিয়েও বিরোধীদল প্রসঙ্গে মন্তব্য করেন মমতা। তার কথায়, ভোটের আগে অনেক দল আসবে। টাকা ছড়াবে। মনে রাখবেন, ওই টাকা কারোর জমিদারের টাকা নয়। ওটা আপনারই টাকা। টাকা নেবেন, কিন্তু ওদের ভোট দেবেন না। বরাবরই বিজেপি সম্পর্কে তৃণমূলের অভিযোগ, টাকা দিয়ে ভোট কেনার। সেই প্রসঙ্গে নাম না করে এদিন বাঁকুড়াতে সেই টাকার প্রসঙ্গ তুলেছেন তৃণমূল নেত্রী।