কলকাতা ব্যুরো: ফিরহাদ হাকিমেই ফের আস্থা রাখলো তৃণমূল। তাঁকেই কলকাতা পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত করা হল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দলীয় আলোচনায় তাঁর নামই উঠে আসে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন। সকলের সমর্থন আছে কি না জানতে চান। সকলেই সমর্থন জানান। এরপরই আনুষ্ঠানিক সিলমোহর পড়ে ফিরহাদ হাকিমের মেয়র পদে।

ডেপুটি মেয়র পদেও আনা হলো অতীন ঘোষকে। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি। ১২ জন হচ্ছেন মেয়র পারিষদ। পুরসভার চেয়ারপার্সন থাকছেন মালা রায়। এদিন মেয়র নির্বাচিত হওয়ার পর ফিরহাদ হাকিম প্রণাম করেন দলনেত্রীকে। তাঁর মাথায় হাত রেখে নেত্রী আশীর্বাদ করে বলেন, ভালো করে কাজ করো। 

এদিন ১২ জন মেয়র পারিষদের নামও ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। নতুন চারজন এসেছেন এই দায়িত্বে। তালিকায় রয়েছেন –

  • দেবাশিস কুমার
  • দেবব্রত মজুমদার
  • তারক সিং
  • স্বপন সমাদ্দার
  • সন্দীপ রঞ্জন বক্সি
  • আমিরুদ্দিন ববি
  • মিতালী বন্দ্যোপাধ্যায়
  • সন্দীপন সাহা
  • অভিজিৎ মুখোপাধ্যায়
  • রাম পেয়ারে রাম
  • জীবন সাহা
  • বৈশ্বানর চট্টোপাধ্যায়

এছাড়াও নাম চূড়ান্ত হয়েছে বরো চেয়ারম্যানদের।

  • বরো ১ – তরুণ সাহা
  • বরো ২- শুক্লা ভড়
  • বরো ৩ – অনিন্দ্য রাউত
  • বরো ৪ – সাধনা বোস
  • বরো ৫ – রেহানা খাতুন
  • বরো ৬- সানা আহমেদ
  • বরো ৭ – সুস্মিতা ভট্টাচার্য
  • বরো ৮ – চৈতালি চট্টোপাধ্যায়
  • বরো ৯ – দেবলীনা
  • বরো ১০ – জুঁই বিশ্বাস
  • বরো ১১ – তারকেশ্বর চক্রবর্তী
  • বরো ১২ – সুশান্ত ঘোষ
  • বরো ১৩ – রত্না শূর
  • বরো ১৪ – সংহিতা দাস
  • বরো ১৫ – রণজিৎ শীল
  • বরো ১৬ – সুদীপ পোল্লে

আবারও মেয়র পদে নির্বাচিত হওয়ার পর আনন্দে আপ্লুত ফিরহাদ হাকিম। বৈঠক শেষে বেরিয়ে হাতজোড় করে জনতার উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করব আবার। নিজের জীবন দিয়ে হলেও কর্তব্য পালন করে যাব। নতুন বোর্ড নিয়ে ভালভাবে কাজ করব।

ডেপুটি মেয়র অতীন ঘোষের প্রতিক্রিয়া, এই পদ কোনও আলঙ্কারিক পদ নয়। আমাদের কাজ করে যেতে হবে। কাজের অ্যাসেসমেন্ট করা তো খুবই জরুরি। আগামী ২৮ তারিখ মেয়র পদে শপথ নেবেন ফিরহাদ।

তবে জয়লাভের পর হাত গুটিয়ে বসে থাকলে হবে না কাউন্সিলরদের কারণ, কাজই মানদণ্ড। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে পুরভোট পরবর্তী বৈঠকে নবনির্বাচিত কাউন্সিলরদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মাস পর কে কী কাজ করলেন, সেই সংক্রান্ত রিপোর্ট নেবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো।

মানুষের স্বার্থে কাজ করাই যে নেতানেত্রীদের কাজ, সেকথা আগেও বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্বাস করেন, সাধারণ মানুষের মন জেতার ক্ষেত্রে একমাত্র হাতিয়ার উন্নয়ন। আর সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে লোকসভা, বিধানসভা নির্বাচন এবং কলকাতা পুরভোটে জয়ের হাসি হেসেছে তৃণমূল। তাই উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমোর।

এ প্রসঙ্গে সদ্য জয়ী কাউন্সিলরদের তিনি বলেন, এখন তো ৫ বছর হাতে আছে, তা ভাবলে হবে না। আমি ৬ মাস বাদে রিপোর্ট নেব। কে কাজ করল, কে করল না, সরকার ব্যবস্থা নেবে। কথা কম, কাজ বেশি। বিজেপি, সিপিএম বিবৃতি বেশি দেয়।

পাশাপাশি আগামী দিনে ঠিক কী কাজ করা প্রয়োজন, সদ্য জয়ী কাউন্সিলরদের সে দিক নির্দেশও করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আজ থেকেই এলাকা পরিষ্কার করা শুরু করবেন। শপথ নেননি এখনও। নিয়ে নেবেন। কিন্তু আজ থেকেই কাজ। হোর্ডিং খুলে রাস্তা পরিষ্কার করুন। রাস্তা দিয়ে যখন যাবেন তাকিয়ে যাবেন। কোথায় রাস্তা ভাঙা, আলো নেই। আমি কতগুলো রাস্তা দেখেছি। যে দায়িত্বে আসবে, পিচের উপর পিচ লাগিয়ে দেয়। মঝেরহাট ব্রিজে এটা করেছিল। আগে তো খুঁড়বে। এখন সব অনলাইনে হচ্ছে। পরিষেবা  দিন আগে। কাউকে যাতে হয়রান না হতে হয়, সেদিকে নজর দিন। গাদা গাদা টাকা নিয়ে চলে গেল কাজ হল না, তা হবে না। জনগণের পয়সার হিসাব রাখতে হবে কারণ, হাতে টাকা কম। 

Share.
Leave A Reply

Exit mobile version