কলকাতা ব্যুরো : এ রাজ্যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর মাসে কোনো পরীক্ষা নেওয়া হবে না। একথা পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল সভামঞ্চ থেকে তিনি জানান, শীর্ষ আদালতের রায় মেনে পরীক্ষা যখন নিতেই হবে তখন তা পুজোর আগে নেবার ব্যাবস্থা করবে সরকার।

তবে অনলাইন বা অফলাইন কি ভাবে পরীক্ষা নেওয়া হবে তা ভেবে দেখতে বলেন কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে। সভামঞ্চ থেকেই শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সূচি তৈরি করে ইউজিসি কে জানিয়ে দিতে। তবে তিনি একই সঙ্গে জানান সেপ্টেম্বরে এই পরীক্ষা হবে না। পুজোর আগে যতটুকু না করলেই নয় তেমন করেই পরীক্ষা নিতে হবে। সভামঞ্চ থেকে ইউজিসি র ওপর ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিনই সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা ছাড়া কোনো রাজ্যই ছাত্রদের পাশ করাতে পারবে না। ইউজিসির নির্দেশিকা মেনে পরীক্ষা নিতেই হবে। তবে কোভিড পরিস্থিতিতে কোনো রাজ্য চাইলে ইউজিসির কাছে পরীক্ষা পিছনোর আবেদম জানাতেই পারে।

Share.
Leave A Reply

Exit mobile version