কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর বারোয়ারি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা ঘর থেকে এদিন তিনি বারো টি জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। আসানসোলের পুজো গুলির মধ্যে কল্যাণপুর কে সেক্টর, অপকার গার্ডেন দুর্গাপূজা কমিটি, রানিগঞ্জের কালীতলা সার্বজনীন দুগাউৎসব এবং বারাবনি কাশীডাঙ্গা দুর্গোউৎসবের উদ্বোধন করেন মমতা ব্যানার্জী l

মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরেই মোটামুটি মণ্ডপ গুলি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। তবে খুব বেশি লোকের যাতায়াত এদিন নজরে পড়েনি বারোয়ারি মণ্ডপগুলোতে স্থানীয়রা এবং উদ্যোক্তাদের মধ্যেই দর্শক সীমাবদ্ধ ছিল। বরং পুজোর উদ্যোক্তারা এদিন অনেক বেশি সচেতন ছিলেন করণা বিধি না করার ব্যাপারে জানাই মণ্ডপে এসেছেন তাদের মাস্ক পড়তে বলা হয়েছে। কেউ কেউ মাস্ক পড়ে না আসায় তাদের কোন কোন উদ্যোক্তা মাস্ক পরিয়ে দিয়েছেন নিজেদের তরফে। রাখা হয়েছে স্যানিটাইজার এর মেশিন।

Share.
Leave A Reply

Exit mobile version