কলকাতা ব্যুরো : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদার ঘাঁটিতে বড়োসড়ো হামলা চালালো ফ্রান্সের বায়ুসেনা । ফ্রান্স সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলায় ৫০ জনেরও বেশি জঙ্গী নিহত হয়েছে ।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন বুর্কিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার তাদের বায়ুসেনা আক্রমণ চালায়। অনেকদিন ধরেই ওই এলাকায় ফরাসি বাহিনী ড্রোন নজরদারি চালাচ্ছিল। এরইমধ্যে মালিতে নজরে আসে আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটি বিশাল দল। এই আনারুল গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে কাজ করে। ফ্রান্স সরকার আরো জানিয়েছে তাদের নজরদারি দেখার পর জঙ্গিরা গোপনে আশ্রয় নেয় ডেরায়। বায়ুসেনা সেটা চিহ্নিত করে হামলা চালায়। এই হামলায় অনেক জঙ্গী মারা গেছে। চারজন জঙ্গিকে জীবন্ত ধরা হয়েছে। প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে জঙ্গিদের থেকে।

এদিকে ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক জানান এবার তাদের লক্ষ্য গ্রেটার সাহারায় ইসলামিক স্টেট। ৩০০০ ফরাসি সেনা ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে। গত জুনে মালিতে বড় সাফল্য পেয়েছিল ফরাসি সেনা আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল মালিক ড্রুকদেল ফরাসি সেনার হামলায় নিহত হয়। তারপর ওই অঞ্চলে দায়িত্ব পায় ইয়াদ ঘালি। শুক্রবার হামলায় আল-কায়েদার এই কমান্ডার নিহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Share.
Leave A Reply

Exit mobile version