কলকাতা ব্যুরো: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়লো। বৃহস্পতিবার ওই দূর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল। রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান রাজ্য স্পেশাল টাস্কফোর্স এর শীর্ষ অফিসাররা। ফরেনসিকের একটি দল নমুনা সংগ্রহ করতে আজ সুজাপুরে যাচ্ছে। কিন্তু এতবড় একটা বিস্ফোরণ কি করে ঘটল সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনো উত্তর নেই তদন্তকারী সংস্থা গুলির কাছে।
বিধানসভা ভোট বাজারে সুজাপুর এর ঘটনা রাজনীতির আঙিনায় ঠাই পেয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, ওই ঘটনায় এন আই এ তদন্ত করাতে হবে। আবার রাজ্যপাল জাগদীপ ধনকার ওই কারখানার ভিতরে বোমা তৈরি হচ্ছিল কিনা তার তদন্তের দাবি জানিয়েছেন টুইট করে মুখ্যমন্ত্রীর কাছে। যদিও স্বরাষ্ট্র দপ্তর জানিয়ে দিয়েছে, কারখানার মেশিন বাস্ট করেই এমন দুর্ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে, যে ঘরটি কারখানা হিসেবে ব্যবহার হতো, তার পাঁচিল ধসে পড়ে, চালা চালা উড়ে যায় আশপাশের বহু বাড়ির কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। ইতিমধ্যেই ওই ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্যের তরফে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এসেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Share.
Leave A Reply

Exit mobile version